বইয়ের অনুশীলন পদ্বতি
এই বইটি ৮০ পৃষ্টায় সাজানো, ৫নং পৃষ্টা থেকে ৩০ নং পৃষ্টা পর্যন্ত অক্ষরের অনুশীলন। এবং আর এই ২৫ পৃষ্টার প্রত্যেক প্রষ্টার প্রথম অর্ধেক বড় হাতের অক্ষরের এবং শেষ অর্ধেক ছোট হাতের অক্ষরের অনুশীলন। আর ৩০ থেকে ৫৫ পৃষ্টা পর্যন্ত শব্দের অনুশীলন এবং ৫৫ থেকে ৮০ পর্যন্ত বাক্যের অনুশীলন। ডেমো দেখতে <ক্লিক করুন>!
প্রিয় ছাত্র ভায়েরা!
প্রত্যেক পৃষ্ঠাকে সর্ব নিম্ন ঘন্টা সময় দিয়ে ভরাট করবে। আশাকরি সকলের হাতের লিখা মুক্তার ন্যায় সুন্দর হবে।