আপনার সুন্দর হস্তলিপি সৌন্দর্যের রত্ন, আগামীকে দেখাবে নিত্য নতুন স্বপ্ন।
আশ-শাফিক হাতের লেখা প্রশিক্ষণ একাডেমী কর্তৃক পরিচালিত বাংলাদেশের আলোচিত প্রশিক্ষক ও হাতের লেখার জগতের রূপকারক মাওলানা সালেহুদ্দীন সাহেবের বাংলা, ইংরেজী, আরবী ও উর্দু হাতের লেখার কোর্স। সুন্দর আগামীর প্রত্যয় নিয়ে আমরাই রয়েছি দেশের সর্ব শীর্ষে।
স্কুল, কলেজ ও মাদরাসার যে কোনো শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি প্রযোজ্য। পরীক্ষায় ভালো ফলাফল প্রত্যাশী ভায়েরা !নিম্নেবর্ণিত কোর্সগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে।
কোর্সের সময়
1। ১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ।
বাংলা ,আরবী ও ইংরেজী হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হবে।
2 । বেফাক পরীক্ষার পর দিন থেকে ১২ দিনব্যাপী যেকোনো তিনটি হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও কোরবানির বন্ধে, প্রথম সাময়িক পরীক্ষা বন্ধে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে যে কোন হাতের লেখা শেখার সুযোগ থাকবে।
দেশের যে কোনো স্থান থেকে কোর্স নিতে অথবা কুরিয়ারের মাধ্যমে বই নিতে যোগাযোগ করুন ।
কোন প্রশ্ন বা কথা থাকলে এখনই আমাদের মেইল অথবা কল করুন !
info@asshafiqacademy.com
01758730471, 01401657948
Asshafiq Academy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top